মাধ্যমিকে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ স্থানে লখিমপুর

মাধ্যমিকে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ স্থানে লখিমপুর
Published on

লখিমপুরঃ তিন মেধাবী মাধ্যমিকে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ স্থান দখল করে লখিমপুরের জন্য গৌরব কুড়িয়ে এনেছে। তারা হলো ঋত্বিক শ্যাম শইকীয়া,বিদার্শন দত্ত ক্ৰমে চতুর্থ ও পঞ্চম এবং কল্পজ্যোতি গগৈ ষষ্ঠ স্থান পায়। ঋত্বিক ও বিদার্শন লখিমপুর সেণ্ট মেরিজ স্কুলের এবং কল্পজ্যোতি লখিমপুর ন্যাশনাল অ্যাকাডেমির।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com