
মেঘালয়ের পুব গারো পাহাড় জেলার পুলিশ কর্তারা শুক্ৰবার প্ৰচুর অস্ত্ৰ ও গোলা বারুদ উদ্ধার করেছেন। বাউইগ্ৰে ও দোরেনকিগ্ৰে এলাকা থেকে অস্ত্ৰগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার করা অস্ত্ৰের মধ্যে রয়েছে ৩৪৭টি এইচএমজি আরডিএস,দুটি একে রাইফেল,১টি একে ৫৬ রাইফেল,৪টি পিস্তল,৬টি পিস্তল ম্যাগজিন,ছটি শটগান কার্তুজ এবং অন্যান্য বহু অস্ত্ৰ। এই অভিযানে পুলিশের সহযোগিতায় স্থানীয় মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তা সন্ত্ৰাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একজোট হওয়ার লক্ষণকেই তুলে ধরছে।