রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই শুধরেছে

রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই শুধরেছে

Published on

গুয়াহাটিঃ রাজ্যের বন্যা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্ৰণে রয়েছে। এবারের বন্যায় ধেমাজি,লখিমপুর,যোরহাট,চরাইদেউ এবং করিমগঞ্জ এই পাঁচ জেলার ছটি রাজস্ব সার্কলের ৩৮টি গ্ৰামের ২৮,৮৪৬ জন ব্যক্তি ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। এখন শুধু দিশাং ও জিয়া ভরলির জল বিপদ সীমার ওপরে রয়েছে। ওদিকে ডিমা হাসাওয়ের রেটজোরাল গ্ৰামে ভূমিস্খলনের খবর পাওয়া গেছে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com