শিলঙে হিংসা,শহরের বেশকটি স্থানে কার্ফু জারি

শিলঙে হিংসা,শহরের বেশকটি স্থানে কার্ফু জারি

Published on

শিলঙে পুলিশ ও উন্মত্ত জনতার মধ্যে হিংসাশ্ৰয়ী ঘটনার প্ৰেক্ষিতে শুক্ৰবার শহরের বেশকটি স্থানে কার্ফু জারি করা হয়। বৃহস্পতিবার মাওলং এলাকায় স্থানীয় কিছু লোক জনৈক বাস কন্ডাক্টরকে মারধর করায় হিংসা ছড়ায়। উন্মত্তদের ছত্ৰখান করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। বেশকজন আহত হন।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com