BreakingNews
সুনীল ছেত্ৰী জিতলেন ২০১৭-র এআইএফএফ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার
মুম্বইঃ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্ৰী ২০১৭ সালের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের(এআইএফএফ)প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতলেন। বাইচুং ভুটিয়ার পর ছেত্ৰী হচ্ছেন দ্বিতীয় ভারতীয় ফুটবলার যিনি ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ভারতীয় ফুটবল দল ও বেঙ্গালুরু এফসি-র একজন তারকা স্ট্ৰাইকার ছেত্ৰী পুরুষ বিভাগে এআইএফএফ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন। কমলা দেবী এআইএফএফ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন মহিলা বিভাগে। সেরা অ্যাসিস্টান্ট রেফারির পুরস্কার পেয়েছেন অসমের সুমন্ত দত্ত।