হিংসাদীর্ণ পাকিস্তানে আজ জাতীয় সংসদ ও প্ৰাদেশিক আইনসভার নির্বাচন

হিংসাদীর্ণ পাকিস্তানে আজ জাতীয় সংসদ ও প্ৰাদেশিক আইনসভার নির্বাচন

সন্ত্ৰাস ও হিংসাদীর্ণ পাকিস্তানে গণতন্ত্ৰ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তৃতীয় অসামরিক সরকার গঠনে জাতীয় সংসদ ও প্ৰাদেশিক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদের ২৭০ আসন ও চারটি প্ৰাদেশিক বিধানসভার ৫৭০টি আসনে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজারের বেশি প্ৰার্থী। ভোটে ত্ৰিমুখী লড়াই হলেও ক্ৰিকেটার থেকে রাজনীতির অঙ্গনে আসা ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ(পিটিআই)ও জেলবন্দি প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ(পিএমএলএন)এর মধ্যেই মূল লড়াই হচ্ছে। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির(পিপিপি)হয়ে ভোটে লড়ছেন। প্ৰায় ১৯ মিলিয়ন ভোটার পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবেন।

Related Stories

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com