‘হিন্দু বাঙালিদের হয়রানি বন্ধের আর্জি’

Published on

অসমে বসবাসকারী বাঙালি হিন্দুদের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের আর্জি জানিয়েছে বেঙ্গলি ইউনাইটেড ফোরাম। বিভিন্ন বাঙালি সংগঠনের সম্মিলিত মঞ্চ এটি। ফেডারেশনের সদস্যরা বৃহস্পতিবার বঙাইগাঁওয়ের গান্ধী ফিল্ডে বিক্ষোভও প্ৰদর্শন করে। ফেডারেশনের সভাপতি সম্ৰাট ভাওয়াল বলেন,এনআরসি-র নামে বহু বাঙালিকে হয়রানি করা হচ্ছে। ‘ডি’-ভোটারের নামে হিন্দু বাঙালিদের হয়রানি বন্ধ করারও দাবি জানান তিনি।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com