কর্নাটকে আস্থাভোটে হেরে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা

কর্নাটকে আস্থাভোটে হেরে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা

কর্নাটকঃ আস্থাভোটে হেরে ইস্তফা দিলেন কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্ৰী বিএস ইয়েদুরাপ্পা। সুপ্ৰিমকোর্ট আজ তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্ৰমাণের নির্দেশ দিয়েছিল। ২২৪ সদস্যের কর্নাটক বিধানসভার ২২২টি আসনে নির্বাচন হয়। বিজেপি ১০৪,কংগ্ৰেস ৭৮,জেডিএস ৩৭ ও অন্যরা ৩টি আসন পায়। জেডিএস নেতা কুমারস্বামীও কংগ্ৰেসের সমর্থনে সরকার গড়ার দাবি জানিয়েছিলেন। এই নিয়ে জলঘোলা হয় বিস্তর। রাজ্যপাল বাজুভাই বালা একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপিকে সরকার গড়ার আমন্ত্ৰণ জানান। সেই অনু্যায়ী ইয়েদুরাপ্পা বৃহস্পতিবার মুখ্যমন্ত্ৰী পদে শপথ নেন। তবে রাজ্যপাল তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্ৰমাণের জন্য ১৫ দিন সময় দেন। গরিষ্ঠতার জন্য ইয়েদুরাপ্পার আর ৭টি আসনের প্ৰয়োজন ছিল। কিন্তু তিনি তা দেখাতে পারেননি। সুপ্ৰিমকোর্ট তড়িঘড়ি ইয়েদুরাপ্পাকে গরিষ্ঠাতা প্ৰমাণের নির্দেশ দেওয়ায় কর্নাটকের রাজনৈতিক চিত্ৰটাই পাল্টে যায়।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com