দশদিনের জন্য রাজ্যে চালানি মাছের আমদানি ও বিক্ৰি নিষিদ্ধ

দশদিনের জন্য রাজ্যে চালানি মাছের আমদানি ও বিক্ৰি নিষিদ্ধ

দিশপুর চালানি মাছ অসমে দশ দিনের জন্য বিক্ৰি নিষিদ্ধ করেছে। চালানি মাছে পাওয়া গেছে বিষাক্ত ফরমালিন। খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মীরা ২৯জুন মহানগরীর পাইকারি বাজার থেকে এই মাছের নমুনা সংগ্ৰহ করে তা পরীক্ষার সময় বিষাক্ত ফরমালিনের উপস্থিতি ধরা পড়ে। মাছের পচন রোধে এই রাসায়নিক ব্যবহার করছে কিছু ব্যবসায়ী। ফরমালিন মিশ্ৰিত মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। দশদিন পর মাছের নমুনা ফের পরীক্ষা করা হবে। যদি ফরমালিন ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর ২ থেকে ৭বছর জেল ও ১০লক্ষ টাকা জরিমানা হতে পারে।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com