বাংলাদেশের আপত্তিতে সীমান্ত বেড়া বসানোর কাজ বন্ধ রয়েছে

বাংলাদেশের আপত্তিতে সীমান্ত বেড়া বসানোর কাজ বন্ধ রয়েছে

ভারত-বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে বেড়ার কাজ ২০১৬ থেকে বন্ধ রয়েছে,বাংলাদেশের আপত্তির জন্য।৩.৩৫কিমি এলাকা একেবারেই উন্মুক্ত যা উদ্বেগের বিষয়।স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং ১৩জুলাই তিনদিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন। বাংলাদেশের কাছে তিনি ইস্যুটি তুলবেন কি-এমন প্ৰশ্ন উঠছে।সীমান্তের অসম অংশে ২৬৭কিমি এলাকা বন্ধুর ও নদী রয়েছে।করিমগঞ্জ সীমান্তে ৩.৩৫ কিমি এলাকা উন্মুক্ত রয়েছে বিজিআর-এর আপত্তিতে।২০১৪-র নির্বাচনী প্ৰচারকালে বিজেপি সীমান্ত পুরো সিল করার প্ৰতিশ্ৰুতি দিয়েছিল।কিন্তু আজও প্ৰতিশ্ৰুতি বাস্তবায়িত হয়নি।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com