২৫ বছরের বাম শাসনে ত্ৰিপুরায় গণপিটুনির ঘটনা ঘটেনিঃ মানিক

২৫ বছরের বাম শাসনে ত্ৰিপুরায় গণপিটুনির ঘটনা ঘটেনিঃ মানিক
Published on

আগরতলাঃ ত্ৰিপুরায় বামফ্ৰন্টের ২৫ বছরের শাসনকালে গণপিটুনির কোনও ঘটনা ঘটেনি। এই দাবি করেছেন রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিক সরকার। তিনি বলেন,সরকার যখন নিজেদের প্ৰতিশ্ৰুতি পালনে ব্যর্থ হয় তখনই মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে এধরনের গণপিটুনির মতো ঘটনা ঘটানো হয়ে থাকে। ত্ৰিপুরা ও পশ্চিমবঙ্গে গণতন্ত্ৰকে হত্যার বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে পাঁচটি বামদলের প্ৰতিবাদ কর্মসূচিত অংশ নিতেই সরকার নয়াদিল্লি এসেছেন।

তিনি অভিযোগ করেন কেন্দ্ৰে ক্ষমতায় আসার আগে ২০১৪ সালে বিজেপি যে প্ৰতিশ্ৰুতি দিয়েছিল তা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং সেইহেতু জাতপাতের নামে সমাজে বিভাজন আনার চেষ্টা করছে-অভিযোগ করেন তিনি। সরকার দাবি করেন,ত্ৰিপুরায় ইতিমধ্যেই চারটি গণপিটুনির ঘটনা ঘটে গেছে। বামফ্ৰন্টের ২৫ বছর শাসনে এমন ঘটনা ঘটেনি।

Top News

No stories found.
The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com