বিশ্বনাথে টেট কোয়ালিফায়েড শিক্ষকদের অবস্থান ধরনা

সারা অসম টেট কোয়ালিফায়েড প্ৰাথমিক শিক্ষক সংস্থা বিশ্বনাথে শুক্ৰবার অবস্থান ধরনায় বসেছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে ঠিকা ভিত্তিতে কর্মরত সমস্ত টেট শিক্ষকদের বেতন সুরক্ষা ও চাকরি নিয়মিত করার দাবিতে সংস্থা লাগাতার দাবি জানিয়ে আসছে। সংস্থা বলেছে,তাদের দাবি অবিলম্বে পূরণ করা না হলে তারা গণ আন্দোলন শুরু করবে।

The Sentinel - of this Land, for its People
www.sentinelassam.com