BreakingNews

অবৈধ প্ৰব্ৰজন ঠেকাতে মণিপুরে কড়া সতর্কতা

Sentinel Digital Desk

ইম্ফলঃ অবৈধ প্ৰব্ৰজন ঠেকাতে মণিপুরে জাতীয় সড়কে থাকা সব থানাকে প্ৰবেশ পথে তল্লাশি জোরদার করতে সতর্ক করে দেওয়া হয়েছে। ৩৬ জন বিদেশি ভুয়া আধার কার্ড ও অন্যান্য নথি দেখিয়ে মণিপুরে ঢোকার প্ৰেক্ষিতে এই নির্দেশ। ৩৬ বিদেশি বর্তমান জেলে। মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং বুধবার একথা জানান।