BreakingNews

আমরা ভবিষ্যৎ প্ৰজন্মকে অনুপ্ৰাণিত করতে পারবঃ ডায়ার

Sentinel Digital Desk

মস্কোঃ ইংল্যান্ডের মিডফিল্ডার এরিক ডায়ার মনে করেন ৯০ সালের পর তারা এই প্ৰথম বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছায় এই দল ভবিষ্যৎ প্ৰজন্মকে অনুপ্ৰাণিত করতে পারবে। এর অর্থ ‘আমাদের কাছে অনেক কিছুই আছে’-ডায়ারের উদ্ধ্বৃতি দিয়ে ইএসপিএনএফসি একথা জানিয়েছে। ‘এই নিয়ে ইংল্যান্ড তৃতীয়বার সেমিফাইনালে পৌঁছলো এবং ২৮ বছর পর এবার প্ৰথম’-বলেছেন টোটেনহামের এই চৌকস ফুটবলার। শনিবার সুইডেনের বিরুদ্ধে ২-০ জিতে ইংল্যান্ড সেমিতে জায়গা করে নেয়। বুধবার মস্কোতে সেমিফাইনাল ম্যাচে ক্ৰোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ইংল্যান্ড।