মারসিনঃ ভারতের প্ৰথম সারির জিমন্যাস্ট দীপা কর্মকার রবিবার এখানে অনুষ্ঠিত আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যালেঞ্জে মহিলাদের ভল্ট ইভেণ্টে সোনা জিতে চমকপ্ৰদভাবে জিমন্যাস্টিকের অঙ্গনে ফিরলেন। ত্ৰিপুরা তনয়া দীপা চোটের জন্য দুবছর প্ৰতিযোগিতা থেকে দূরে ছিলেন। তিনি ১৪.১৫০ পয়েণ্ট পেয়ে সোনা জেতেন। কোয়ালিফিকেশন রাউন্ডে ১৩.৪০০ পয়েণ্টে সর্বোচ্চ স্থান পান। আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় জিমন্যাস্ট দলে থাকবেন দীপা।