BreakingNews

উত্তর পূর্বাঞ্চলে তামাক সেবনে অসম চতুর্থ স্থানে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ তামাক সেবনে অসম সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰক,অসম এক সমীক্ষার রিপোর্ট প্ৰকাশ করে একথা জানিয়েছে। সমীক্ষাটি চালিয়েছিল গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভে(জিএটিএস)ইন্ডিয়া। রিপোর্ট অনুযায়ী অসমের ৪৮.০২ শতাংশ মানুষ তামাক জাতীয় দ্ৰব্য সেবনে অভ্যস্ত। এক্ষেত্ৰে ত্ৰিপুরা রয়েছে সর্বোচ্চে। ওই রাজ্যে ৬৪.০৫ শতাংশ মানুষ তামাকে আসক্ত। মিজোরাম ও মণিপুরে তামাক সেবনের হার ক্ৰমে ৫৮.৭ ও ৫৫.১ শতাংশ।