BreakingNews

এনআরসি ও নাগরিক বিল নিয়ে দেশবাসীকে সচেতন করতে দিল্লিতে আলোচনাচক্ৰ অসম আন্দোলন সংগ্ৰামী মঞ্চের

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ অসমে চলতি নাগরিক পঞ্জির(এনআরসি)নবায়ন প্ৰক্ৰিয়া এবং নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিপজ্জনক পরিণাম সম্পর্কে দিল্লি ও দেশের অন্যান্য অঞ্চলে বসবাসকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য অসম আন্দোলন সংগ্ৰামী মঞ্চ মঙ্গলবার দিল্লি প্ৰেসক্লাবে এক আলোচনাচক্ৰের আয়োজন করে।

বিশিষ্ট সাংবাদিক শেখর গুপ্তা এই আলোচনাচক্ৰ উদ্বোধন করেন। অসমে বিদেশি নাগরিকের অবৈধ অনুপ্ৰবেশ এবং নাগরিক(সংশোধনী)বিল ২০১৬-এর বিরুদ্ধে অসম চুক্তি রূপায়ণ সম্পর্কে আয়োজন করা হয় এই আলোচনাচক্ৰের। গুপ্তা বলেন,অসমের এই জ্বলন্ত ইস্যুটি সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে সঠিক সময়েই এই আলোচনাচক্ৰের আয়োজন করা হয়েছে।

আলোচনাচক্ৰে রাজ্যের দুদুবারের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত,যিনি অসম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বলেন,এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া হচ্ছে অসম চুক্তি রূপায়ণে কেন্দ্ৰীয় সরকারের প্ৰতিশ্ৰুতিরই একটা অংশ। তিনি বলেন,‘এনআরসি নবায়নের মোক্ষম উদ্দেশ্য হচ্ছে,অসমে বসবাসকারী অবৈধ অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করা। কোনও ধর্মীয় ও ভাষিক সম্প্ৰদায়কে টার্গেট করা এর উদ্দেশ্য নয়’।