BreakingNews

এনআরসি নবায়ন নিয়ে ‘আওয়াজ’ মিথ্যে প্ৰচার চালাচ্ছে,টুইটারকে চিঠি রাজ্য পুলিশের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশের দিন ঘনিয়ে আসার মুহূর্তে ‘আওয়াজ’ নামে একটি পোর্টালের মাধ্যমে এনআরসি কর্তৃপক্ষের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে যে সাইবার আক্ৰমণ শানা হয়েছে,সেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে রাজ্য পুলিশ। এনআরসি-র সরকারি টুইটার হ্যান্ডেলে নিগেটিভ কমেন্ট এবং সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে আক্ৰমণ করার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। আওয়াজ-এর ওই সব প্ৰচার মিথ্যে ও অপপ্ৰচার বলে উল্লেখ করে পুলিশের সাইবার সেল পাল্টা চিঠি পাঠিয়েছে টুইটারকে। পুলিশ এনআরসির টুইটার অ্যাকাউন্টের দিকেও তীক্ষ্ণ নজর রাখছে। এনআরসি থেকে লক্ষ লক্ষ লোকের নাম বাদ যাওয়ায় সম্ভাবনার বিশ্ব জনমত সংগ্ৰহের লক্ষ্যে ন্যস্ত স্বার্থান্বেষীরা বিদেশ থেকে ওই পোর্টালের মাধ্যমে নেতিবাচক কমেন্টগুলি করেছিল।