BreakingNews

এনআরসি নিয়ে মমতার উস্কানিমূলক বিবৃতির সমালোচনা বিজেপি,অগপর

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের চলতি নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন ইস্যুতে ‘উস্কানিমূলক বিবৃতি’ দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির কঠোর সমালোচনা করেছে রাজ্য সরকারের দুই শারিক বিজেপি,অগপ জোট। ‘২০১৯-এর লোকসভা নির্বাচনের প্ৰতি লক্ষ্য রেখে রাজনৈতিক ফায়দা তুলতেই ব্যানার্জি এধরনের উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন’।

দুটো দলই ব্যানার্জিকে সতর্ক করে দিয়ে বলেছে ‘এধরনের মন্তব্য অসমে বসবাসকারী অসমিয়া ও বাংলাভাষীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে’। বিজেপি নেতা তথা সংসদ ও শিল্প দপ্তরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি এবং অগপ সভাপতি তথা কৃষিমন্ত্ৰী অতুল বরা বুধবার এখানে পৃথকভাবে সাংবাদিকদের একথা বলেন। আশঙ্কা প্ৰকাশ করে তাঁরা বলেন,‘পড়শি রাজ্যের মুখ্যমন্ত্ৰীর দায়িত্বজ্ঞানহীন এমন মন্তব্য অসমে অসমিয়া ও বাংলা ভাষীদের মধ্যে তিক্ত পরিস্থিতির সৃষ্টি করতে পারে’।

পাটোয়ারি বলেন,‘সরকার তখন নীরব দর্শক হয়ে বসে থাকবে না’। অসমে সুপ্ৰিমকোর্টের নির্দেশ ও তত্ত্বাবধানে এনআরসি নবায়নের কাজ চলছে। ব্যানার্জির বিবৃতি আদালত অবমাননার শামিল-বলেন পাটোয়ারি। কিছু ন্যস্ত স্বার্থানেষী মহলের হয়ে এধরনের মন্তব্য না করতে পাটোয়ারি আহ্বান জানান ব্যানার্জিকে। অতুল বরা বলেন,এনআরসি নবায়নে অসমের সব শ্ৰেণির মানুষ সায় দিয়েছেন। তৃণমূল এনআরসি নিয়ে ভুল ছবি তুলে ধরছে।