BreakingNews

ওদালগুড়িতে মদের বিরুদ্ধে সচেতনতা সভা আদিবাসী মহিলাদের

Sentinel Digital Desk

টংলাঃ ওদালগুড়ি জেলার কুর্মি মহিলা সমিতি এই প্ৰথম বাগানে মদের বিরুদ্ধে লড়াইয়ে নামল। ওরাং থানার অধীন বেলগুড়ি গ্ৰামে ক্ৰমেই বেড়ে চলা মদ সংস্কৃতির বিরুদ্ধে রবিবার এক সচেতনতা কর্মসূচির আয়োজন করে সমিতির আদিবাসী মহিলারা। মহিলা ও শিশুরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মদের বিরুদ্ধে প্ৰচার চালায়।