জনতা দল সেকুলার(জেডিএস)নেতা এইচডি কুমারস্বামী বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিলেন। তাঁকে গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বাজুভাই বালা। কংগ্ৰেসের সঙ্গে আঁতাত করে সরকার গড়ছে তারা।