BreakingNews

কর্নাটকে মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিলেন কুমারস্বামী

Sentinel Digital Desk

জনতা দল সেকুলার(জেডিএস)নেতা এইচডি কুমারস্বামী বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিলেন। তাঁকে গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বাজুভাই বালা। কংগ্ৰেসের সঙ্গে আঁতাত করে সরকার গড়ছে তারা।