BreakingNews

কানাডার রাষ্ট্ৰদূতকে বহিষ্কার করল সৌদি আরব,২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

Sentinel Digital Desk

সৌদি আরব তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে কানাডার রাষ্ট্ৰদূতকে বহিষ্কার করেছে। সৌদি প্ৰেস এজেন্সি(এসপিএ)এখবর জানিয়েছে। কানাডার রাষ্ট্ৰদূত ডেনিস হোরাককে ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কানাডায় নিযুক্তি নিজেদের রাষ্ট্ৰদূতকে ফিরে আসতে বলেছে সৌদি সরকার। সৌদি বিদেশ মন্ত্ৰক তাদের ঘরোয়া বিষয়ে কানাডার রাষ্ট্ৰদূতের হস্তক্ষেপের নিন্দা করে বলেছে ‘এধরনের হস্তক্ষেপ কোনওভাবেই গ্ৰহণযোগ্য নয়’।

একই সঙ্গে কানাডার সঙ্গে স্বাক্ষরিত বহু বিলিয়ন ডলার মূল্যের সব নতুন বাণিজ্যিক চুক্তিও বাতিল করে দিয়েছে সৌদি প্ৰশাসন। মহিলাদের অধিকার নিয়ে সমর বাদাউই এবং তাঁর সহযোগী নাদিমা-অল-সাদাহ সহ বেশ কজন কানাডিয়ান নাগরিক প্ৰচার চালানোয় গত মাসে সৌদি কর্তৃপক্ষ তাদের গ্ৰেপ্তার করে। তবে সৌদি সরকার বিষয়টি অনুমোদনও করেছিল। যার ফলে মহিলাদের অধিকারের ক্ষেত্ৰে থাকা কয়েক দশকের পুরনো নিষেধাজ্ঞা এবং সেই সঙ্গে পুরুষতান্ত্ৰিক অভিভাবকত্ব ব্যবস্থারও অবলুপ্তি ঘটেছিল।

কিন্তু এরপরই সৌদি কর্তৃপক্ষ মহিলা অধিকার রক্ষার প্ৰচারে শামিল এক ডজনের বেশি মহিলা কর্মীকে আটক করে। এই ঘটনাকে মহিলা অধিকার আন্দোলনের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ বলে বর্ণনা করে হিউম্যান রাইটস ওয়াচ। গত সপ্তাহে কানাডার বিদেশমন্ত্ৰক টুইট করে সৌদি আরবে সমর বাদাউই সহ মহিলা অধিকার আন্দোলন কর্মীদের আটকে রাখার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছিল। কানাডার বিদেশমন্ত্ৰী ক্ৰিস্টিয়া ফ্ৰিল্যান্ড বাদাউইকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়ে একটি বিবৃতি ইস্যু করেছিলেন গত সপ্তাহে।

এরই জবাবে সৌদি বিদেশ মন্ত্ৰক পাল্টা টুইটে বলেছে,কানাডার এই অবস্থান কিছুতেই গ্ৰহণযোগ্য নয় এবং এটা সৌদি আইন,নিয়ম নীতি ও প্ৰক্ৰিয়াকে লঙ্ঘন করেছে। সৌদি আরবের বিচার ব্যবস্থা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনেরও শামিল কানাডার এই ভূমিকা–বলেছে সৌদি বিদেশ মন্ত্ৰক।