BreakingNews

কাশ্মীরে জঙ্গিদের খুঁজে বের করা হবেঃ রাজনাথ

Sentinel Digital Desk

লখনৌঃ জম্মু ও কাশ্মীরে সন্ত্ৰাস রাজ আর বরদাস্ত করা হবে না। বুধবার দৃঢ়তার সঙ্গে একথা বলেন স্বারাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং। ওই রাজ্যে জঙ্গিদের খুঁজে বার করতে শীঘ্ৰই অভিযান শুরু করা হবে। উপদ্ৰুত রাজ্যটিতে শান্তি ফিরিয়ে আনাই মোদি সরকারের মোক্ষম উদ্দেশ্য বলে উল্লেখ করে রাজনাথ।