BreakingNews

গরমে পর্যটক টানতে দার্জিলিং টয় ট্ৰেনে এসি কোচ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ হিমালয়ের কোলে থাকা দার্জিলিং বরাবরই পর্যটকদের আকর্ষণীয় স্থল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পর্যটক টানতে এবার গরমে টয় ট্ৰেনে এসি কোচের ব্যবস্থা করেছে। দার্জিলিঙে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় টয় ট্ৰেন। এসি কোচ চালু হওয়ায় ঘরোয়া ও বিদেশি পর্যটক সমাগম বাড়বে বলে আশা করা হচ্ছে।