BreakingNews

চাকা বনধে পঙ্গু হয়ে পড়ে রাজ্যের স্বাভাবিক জীবন

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সারা অসম মোটর পরিবহণ সংস্থার ডাকা ২৪ ঘণ্টা চাকা বনধে সোমবার রাজ্যে বিশেষ করে গুয়াহাটির স্বাভাবিক জীবন পঙ্গু হয়ে পড়ে। এদিন বেসরকারি বাস,ট্যাক্সি,অটো ইত্যাদি পথে নামেনি। তবে এএসটিসি-র বাস সেবা অব্যাহত থাকায় নিত্য যাত্ৰীরা কিছুটা স্বস্তি পান।