BreakingNews

ডাউন রাজধানী এক্সপ্ৰেস থেকে ৯০০ গ্ৰাম মরফিন বাজেয়াপ্ত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রেল পুলিশ সোমবার গুয়াহাটি রেলস্টেশনে রুটিন চেকআপের সময় ডাউন রাজধানী এক্সপ্ৰেস থেকে ৯০০ গ্ৰাম মরফিন বাজেয়াপ্ত করেছে। সৌলত রসুল নামে এক ব্যক্তির হেফাজত থেকে এগুলো বাজেয়াপ্ত করা হয়। লোকটি ডিমাপুর থেকে এই বেআইনি সামগ্ৰী সংগ্ৰহ করে কানপুরে এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল।