BreakingNews

ঢকুয়াখানায় নতুন করে বন্যার তাণ্ডব,আক্ৰান্ত ৭ জেলা

Sentinel Digital Desk

উত্তর লখিমপুরের ৩রাজস্ব সার্কলের ২৩গ্ৰামে বন্যা থাবা বসিয়েছে।এদিকে বন্যা কবলিত ১২টি রাজস্ব সার্কলের ৮২টি গ্ৰামে ৪৫,৪৫২জন মানুষ ক্ষতিগ্ৰস্ত হয়েছেন।বন্যাক্ৰান্ত সাত জেলা হলো ধেমাজি,লখিমপুর,বরপেটা,চিরাং,কোকরাঝাড়,মাজুলি ও ডিব্ৰুগড়।রাজ্যের উত্তরাঞ্চল ও অরুণাচল প্ৰদেশে অবিশ্ৰান্ত বৃষ্টির ফলে জিয়াঢল,কুমাতিয়া,কারহা ও চারিকোরিয়া ইত্যাদি নদীর জল কুল ছাপিয়ে যাওয়ায় ডুবে যায় বিভিন্ন এলাকা।ঢকুয়াখানা মহকুমার বিস্তীর্ণ অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।সুবনশিরি রাজস্ব সার্কলের বিস্তীর্ণ অঞ্চল আবার বন্যার জলে ভাসছে।