BreakingNews

দাবি পূরণ না করায় হতাশ প্ৰতিবন্ধী সুরক্ষা সংস্থা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সময়ে সময়ে উত্থাপিত দাবিগুলির সমাধানে মন্ত্ৰী,অফিসাররা শুধু প্ৰতিশ্ৰুতিই দিয়ে গেছেন।কাজের কাজ কিছুই হয়নি।প্ৰতিবন্ধী সুরক্ষা সংস্থা,অসম(পিএসএসএ)মঙ্গলবার গুয়াহাটিতে সাংবাদিকদের কাছে তাদের অভিযোগগুলি তুলে ধরে। সংস্থার সাধারণ সম্পাদক নৃপেন মালাকার বলেন,বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত ৪৪১৯টি পদ খালি পড়ে আছে। সরকারের এই উদাসীনতায় হতাশা প্ৰকাশ করে তিনি অভিযোগ করেন আমলাদের লাল ফিতার কারসাজিতে বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন।