BreakingNews

নাগরিক বিলঃ মুখ্যমন্ত্ৰীর ভূমিকায় খুশি নয় আসু,আন্দোলন চলবে

Sentinel Digital Desk

নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে মুখ্যমন্ত্ৰীর কাছে পরিষ্কার কোনও প্ৰতিশ্ৰুতি না পাওয়ায় আসু,২৮টি সংগঠন বিলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। শুক্ৰবার ইস্যুটি নিয়ে সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্ৰী। কিন্তু আসু এতে খুশি না হয়ে আন্দোলন বহাল রাখার সিদ্ধান্ত নেয়।