BreakingNews

নাগরিক বিলের বিরুদ্ধে টংলায় ঐক্যমঞ্চের স্বাক্ষর অভিযান

Sentinel Digital Desk

টংলাঃ নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে প্ৰব্ৰজন বিরোধী ঐক্যমঞ্চ শনিবার থেকে ওদালগুড়িতে গণস্বাক্ষর সংগ্ৰহ অভিযান শুরু করেছে। স্থানীয় মানুষের রাজনৈতিক অধিকার রক্ষায় অবিলম্বে ওই বিল বাতিলের দাবি জানিয়েছে তাঁরা।