BreakingNews

পুলিশ প্ৰধান নিয়োগে রাজ্যগুলির ওপর নিষেধাজ্ঞা সুপ্ৰিমকোর্টের

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ এখন থেকে কোনও রাজ্যই সরাসরি পুলিশ প্ৰধান নিয়োগ করতে পারবে না। সুপ্ৰিমকোর্ট মঙ্গলবার এক নির্দেশে সব রাজ্য সরকারগুলিকে শীর্ষ পুলিশ কর্তার অবসর গ্ৰহণের পর তার স্থানে কাকে নিয়োগ করা হবে সেই অভ্যাস তাদের বন্ধ করতে হবে। ইউপিএসসি-ই রাজ্য ও কেন্দ্ৰশাসিত অঞ্চলে শীর্ষ পুলিশ কর্তা নিয়োগ করবে। তবে এর পরিবর্তে রাজ্য সরকারগুলি তিনজন সিনিয়র পুলিশ কর্তার নাম সুপারিশ করে পাঠাতে পারবে,যাদের ডিজিপি অথবা পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।