BreakingNews

বগিবিল সেতুর উদ্বোধন অক্টোবরে,ঘোষণা গোয়েলের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ব্ৰহ্মপুত্ৰের উপর নির্মীয়মাণ দীর্ঘ প্ৰতীক্ষিত বগিবিল সেতু এবছর অক্টোবরে চালু হয়ে যাবে। রেলমন্ত্ৰী পীয়ুস গোয়েল সোমবার একথা ঘোষণা করেন। এটি এশিয়ার দীর্ঘতম রেল-কাম-সড়ক সেতু হবে। সেতুটি ব্ৰহ্মপুত্ৰের উত্তর ও দক্ষিণ পাড়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে। সেতুর দৈর্ঘ্য ৪.৯৪ কিমি।