BreakingNews

বন্যা পরিস্থিতি শুধরোচ্ছে,মৃতের সংখ্যা বেড়ে ২১

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সপ্তম দিনে অর্থাৎ বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। প্ৰধান নদীগুলির জল অনেকটা কমেছে। তবে বুধবার পর্যন্ত প্ৰথম দফার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। করিমগঞ্জে কুশিয়ারা ও বদরপুরঘাটে বরাক এখনও বিপদ চিহ্নের উপর দিয়ে বইছে। ৫ জেলার ১৬টি রাজস্ব সার্কলের ৬৭১টি গ্ৰামের মোট ৬,১৪,৫৯৭ জন ব্যক্তি বন্যায় ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। করিমগঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বন্যায় ক্ষতিগ্ৰস্ত হন।