BreakingNews

বিধায়কের অ্যাকাউন্ট থেকে উধাও ১৪ লক্ষ টাকা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অগপ বিধায়ক উৎপল দত্ত-র এসবিআই-র ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছে হ্যাকররা। শুক্ৰবার দত্ত দিশপুর এসবিআই-তে লেনদেনের কাজে গিয়ে বিষয়টি জানতে পারেন। দত্তর মতে সম্প্ৰতি তাঁর অ্যাকাউন্ট থেকে প্ৰায় ১০০টি জাল ট্ৰ্যানজেকশন হয়েছে। হ্যাকিঙে জড়িত ব্যক্তিটি ব্যাংককে দেওয়া তার মোবাইল নম্বর পর্যন্ত পাল্টে নিয়েছে। কিছু ব্যাংক কর্মীর ঘটনায় জড়ানোর সম্ভাবনা বিধায়ক অবশ্য উড়িয়ে দেননি। ঘটনা সংক্ৰান্ত দিশপুর থানায় একটি এফআইআর দাখিল করা হয়েছে।