BreakingNews

মহিলা সবলীকরণে প্ৰযুক্তিগত প্ৰশিক্ষণে গুরুত্ব মুখ্যমন্ত্ৰীর

Sentinel Digital Desk

কনকলতা মহিলা সবলীকরণ প্ৰকল্প ডিব্ৰুগড় ও তিনসুলিয়ায় রূপায়ণ করা হয়েছে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল গত ৬ জুলাই এক বৈঠকে প্ৰকল্প রূপায়ণের বিষয়টি খতিয়ে দেখেন। সাংসদ রামেশ্বর তেলি,বিধায়ক প্ৰশান্ত ফুকন,জেলাশাসক লয়া মাদুরী সহ অনেকেই সভায় উপস্থিত ছিলেন। আর্থিক ক্ষেত্ৰে দুর্বল মহিলাদের প্ৰযুক্তিগত প্ৰশিক্ষণ দানের ওপর গুরুত্ব দেন যাতে তাদের অবস্থার উন্নতি ঘটে।