হিরে ব্যবসায়ী নীরব মোদি ও লিকার ব্যারন বিজয় মালিয়ার প্ৰত্যর্পণ প্ৰক্ৰিয়ায় ব্ৰিটেন সোমবার ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু একথা জানান।ব্যাংক ঋণ জালিয়াতির পৃথক মামলায় অভিযুক্ত তারা।মোদির ব্ৰিটেনে থাকার কথা কবুল করেছেন সেদেশের মন্ত্ৰী বি উইলিয়ামস।