BreakingNews

যন্তর মন্তরে দলিতদের ধরনায় অংশ নিলেন রাহুল গান্ধী

Sentinel Digital Desk

তফশিলি জাতি,উপজাতি ও দলিত সম্প্ৰদায়ের লোকেরা তাদের দাবি নিয়ে বৃহস্পতিবার যন্তর মন্তরে ধরনায় বসেন। পরে এই ধরনায় শামিল হন কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীও। গত এপ্ৰিলে ভারত বনধের সময় ফৌজদারি অভিযোগে গ্ৰেপ্তার হওয়া তফশিলি জাতি,উপজাতি ও দলিত নেতাদের মুক্তির দাবিতে এই ধরনায় বসেন তাঁরা। প্ৰতিবাদকারীরা দলিতদের নির্যাতনে জড়িতদের অবিলম্বে গ্ৰেপ্তার করার দাবি জানান।

রাজস্থানের মুখ্যমন্ত্ৰী বসুন্ধরা রাজের বিবৃতির প্ৰেক্ষিতে প্ৰতিবাদকারীরা মধ্যপ্ৰদেশ সরকারকে অবিলম্বে গণবিবৃতি দেওয়ার দাবি জানায়। একই সঙ্গে দলিত নিপীড়নের বিষয়টিকে অগ্ৰধিকার ভিত্তিতে খতিয়ে দেখে দোষীদের গ্ৰেপ্তার করারও দাবি করেছেন প্ৰতিবাদকারীরা।

এদিকে দলিত প্ৰতিবাদকারীদের প্ৰতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে কংগ্ৰেস প্ৰধান রাহুল গান্ধী বলেন,বিজেপি এবং প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি দুর্বল শ্ৰেণিকে হেয় নজরে দেখার চেষ্টা করছেন। প্ৰধানমন্ত্ৰী চান দলিতরা দুর্বলই থাকোক। কিন্তু কংগ্ৰেস দলিতদের পাশে আছে এবং থাকবেও-বলেন রাহুল।