BreakingNews

রোনাল্ডোর দুরন্ত হেডারে পর্তুগালের কাছে ১-০ হারল মরক্কো

Sentinel Digital Desk

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বুধবার মরক্কোর বিরুদ্ধে গ্ৰুপ-বি টানটান ম্যাচে আবারও ঝলছে উঠলেন পর্তুগালের ক্ৰিষ্টিয়ানো রোনাল্ড। খেলার চার মিনিটে কর্নার কিক নেন জুয়ান মোতিন হো। মরক্কোর রক্ষণভাগে খেলোয়াড়দের ভিড়ের মাঝেই সামান্য জায়গা বের করে মাপা হেডার নেন রোনাল্ডো। রকেট গতির সেই হেডার দুরন্ত গতিতে প্ৰতিপক্ষের জালে ঢুকে যায়। মরক্কোর গোলরক্ষকের কিছুই করার ছিল না। এই সুবাদে পর্তুগাল ১-০ গোলে এগিয়ে যায়। শেষপর্যন্ত এই অগ্ৰগতি তারা ধরেও রাখে। স্পেনের মতো প্ৰথমসারির একটা দলের বিরুদ্ধে প্ৰথম ম্যাচে হ্যাটট্ৰিক করে রোনাল্ড তাঁর শানানো ফর্ম চিনিয়ে দিয়েছিলেন। মরক্কো এদিন যথেষ্ট ভাল খেলেও গোল শোধ করতে পারেনি। মাঠে মরক্কোর দাপট এদিন কোনও অংশেই কম ছিল না। গোলের মুখে গিয়েও মরক্কো শেষ রক্ষা করতে পারেনি। লক্ষ্যভেদ করতে যে শক্তি ও চাতু্য্যের প্ৰয়োজন তাতে কিছু খামতি থেকে গেছে মরক্কো শিবিরে। ম্যাচ বিশ্লেষণ করলে বলতে হয় পর্তুগাল দলটা পুরোপুরি রোনাল্ড নির্ভর। ম্যাচে গোল করার আরও একটা সুযোগ রোনাল্ড পেয়েছিলেন কিন্তু সেই শট পোস্টের বাদিক ঘেঁষে চলে যায়।