BreakingNews

লখিমপুরে শহিদ সাংবাদিক পরাগ দাস স্মরণ

Sentinel Digital Desk

লখিমপুরঃ ২২তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার শহিদ সাংবাদিক পরাগ দাসকে শ্ৰদ্ধার সঙ্গে স্মরণ করা হলো লখিমপুরে। ১৯৯৬ সালের ১৭মে গুয়াহাটির রাজগড়ে অজ্ঞাত জঙ্গিরা প্ৰকাশ্য দিবালোকে হত্যা করেছিল এই কর্মনিষ্ঠ সাংবাদিককে। লখিমপুর প্ৰেসক্লাবে এদিন দাসের প্ৰতি শ্ৰদ্ধা জানানো হয়।