BreakingNews

লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরকে দেশের মধ্যে অষ্টম ব্যস্ততম বিমানবন্দরের স্বীকৃতি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বিমান পরিবহণের ক্ষেত্ৰে এই অঞ্চলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ(এএআই)বরঝারস্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরকে(এলজিবিআই)দেশের মধ্যে অষ্টম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে চিহ্নিত করেছে।

এএআই-র হাতে থাকা ডাটা অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের একমাত্ৰ আন্তর্জাতিক এলজিবিআই বিমানবন্দরে ২০১৭ সালে ৩১ শতাংশ যাত্ৰী বৃদ্ধির রিপোর্ট রয়েছে,যা দেশের ১২টি ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে সর্বোচ্চ। ২০১৬ সালে ৩৪,৫২,৮০৩ জন বিমানযাত্ৰী এই বিমানবন্দর হয়ে যাওয়া আসা করেছেন। ২০১৭ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৫,৩২,৮২৭ জনে দাঁড়ায়।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্ৰ বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৬-১৭ সালে যাত্ৰী চলাচলের ক্ষেত্ৰে বৃদ্ধির হার ছিল ২৮ শতাংশ। এই সুবাদে এই বিমানবন্দর রয়েছে দ্বিতীয় স্থানে। এমনিতে যাত্ৰী সংখ্যার দিক থেকে কলকাতা বিমানবন্দর গুয়াহাটির চেয়েও অনেক উপরে রয়েছে। ২০১৭ সালে কলকাতা বিমানবন্দরে যাত্ৰী সংখ্যা ছিল ১৮,৮৮২,১৭৯ জন।

যাত্ৰী চলাচলের ক্ষেত্ৰে জয়পুর বিমানবন্দরের বৃদ্ধির হার ২৮ শতাংশ। এই বিমানবন্দর রয়েছে তৃতীয় স্থানে। এরপরই রয়েছে পুনে। এই বিমানবন্দরে যাত্ৰী বৃদ্ধির হার ২৩ শতাংশ। গত বছর এলজিবিআই বিমানবন্দর থেকে ৪৬ লক্ষের বেশি যাত্ৰী আসা যাওয়া করেছেন। সেবছর মোট ৪১,১৭২টি বিমান চলাচল করায় এলজিবিআই দেশের মধ্যে অষ্টম ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় উঠে আসে।