অসম বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি সভার অধিবেশন সংসদের ধাঁচে করার পক্ষে সায় দিয়েছে। একটা ক্যালেন্ডার বর্ষে ৩টি অধিবেশন হবে,যার সময়সীমা হবে কমেও ৪৫ দিন। বাজেট সেশন হবে ফেব্ৰুয়ারি-মার্চে,বাদল অধিবেশন ২৫জুলাই থেকে ১৫আগস্টের মধ্যে ও শীত অধিবেশন ১৫নভেম্বর থেকে ১৫ডিসেম্বরের মধ্যে।