BreakingNews

সংসদের ধাঁচে হচ্ছে বিধানসভার অধিবেশন

Sentinel Digital Desk

অসম বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি সভার অধিবেশন সংসদের ধাঁচে করার পক্ষে সায় দিয়েছে। একটা ক্যালেন্ডার বর্ষে ৩টি অধিবেশন হবে,যার সময়সীমা হবে কমেও ৪৫ দিন। বাজেট সেশন হবে ফেব্ৰুয়ারি-মার্চে,বাদল অধিবেশন ২৫জুলাই থেকে ১৫আগস্টের মধ্যে ও শীত অধিবেশন ১৫নভেম্বর থেকে ১৫ডিসেম্বরের মধ্যে।