BreakingNews

সন্ত্ৰাসবাদ বিরোধী দিবস পালন বঙাইগাঁও শোধনাগার কর্মীদের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বঙাইগাঁও শোধনাগার কর্মীরা সোমবার একাত্মতার সঙ্গে সন্ত্ৰাস বিরোধী দিবস পালন করে। শোধনাগারের কর্মীরা সমবেতভাবে সব ধরনের হিংসা,সন্ত্ৰাসের বিরোধিতার শপথ নেন। সবার মধ্যে শান্তি,সামাজিক সম্প্ৰীতি এবং সমঝোতা বজায় রাখার শপথ নেন কর্মীরা।