BreakingNews

‘সাহিত্য ভাস্কর’ উপাধিতে সম্মানিত সাহিত্যিক নগেন শইকিয়া

Sentinel Digital Desk

ডিব্ৰুগড়ঃ শ্ৰুতি শিল্পী সমাজ ও ডিএইচএসকে কলেজ অসম সাহিত্যসভার প্ৰাক্তন সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ড.নগেন শইকিয়াকে সম্মান জানাতে এখানে যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। সভায় শইকিয়াকে ‘সাহিত্য ভাস্কর’ উপাধি দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ডিএইচএসকে কলেজ।