BreakingNews

সুনন্দা আত্মহত্যা মামলা,থারুরকে ৭ জুলাই কোর্টে হাজির হওয়ার নির্দেশ

Sentinel Digital Desk

দিল্লির বিশেষ আদালত সুনন্দা পুষ্কর আত্মহত্যা মামলায় তাঁর স্বামী কংগ্ৰেস নেতা শশী থারুরকে অভিযুক্ত হিসেবে সমন জারি করল মঙ্গলবার। অতিরিক্ত মুখ্য মেট্ৰোপলিটান ম্যাজিস্ট্ৰেট সমর বিশালের আদালত ৭ জুলাই থারুরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশের চার্জশিটের ভিত্তিতেই এই সমন।