BreakingNews

স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে কড়া সতর্কতা অসম পুলিশের,উজানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা

Sentinel Digital Desk

স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তোলা হয়েছে। অসমের ডিজিপি কুলধর শইকিয়া শুক্ৰবার সাংবাদিকদের একথা জানান। রাজ্যের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় তার জন্য পড়শি রাজ্য মেঘালয় ও অরুণাচল প্ৰদেশ পুলিশের সঙ্গে তিনি স্বয়ং যোগাযোগ রক্ষা করে চলেছেন-বলেন শইকিয়া। নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি যাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বানচাল করতে না পারে তার জন্যই নিরপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

ডিজিপি বলেন,মেঘালয় ও অরুণাচল প্ৰদেশ পুলিশও সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করেছে এবং আমরা তাদের বলেছি,অসমের সীমান্ত এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে যেতে। রাজ্যের নির্দিষ্ট কিছু স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে,যাতে জঙ্গিরা স্বাধীনতা দিবসের প্ৰস্তুতি পর্বে কোনওরকম গোল পাকাতে না পারে।

ওদিকে বিদ্ৰোহী সংগঠন আলফা(আই)ভারত সরকার ও তাদের সংবিধানের বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে রাজ্যের জনগণকে স্বাধীনতা দিবস বয়কট করার আহ্বান জানিয়েছে। শান্তি আলোচনায় যোগ না দেওয়া অন্যান্য কয়েকটি জঙ্গি সংগঠন ও উত্তর পূর্বাঞ্চলে স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে।

এদিকে গোয়েন্দা সূত্ৰের খবর অনুযায়ী আলফার(আই)ক্যাডাররা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করতে মায়ানমার থেকে অসম-নাগাল্যান্ড সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে। তাই উজানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। তিনসুকিয়ার এএসপি পি সোনোয়াল বলেন,জেলায় ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা। জোরদার করা হয়েছে পুলিশি টহল।