BreakingNews

স্বয়ংসম্পূর্ণ হওয়াই ত্ৰিপুরা সরকারের লক্ষ্যঃ বিপ্লব

Sentinel Digital Desk

ত্ৰিপুরায় বিজেপি জোট সরকার ১০০ দিন পূর্ণ করলো। এউপলক্ষে মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব বলেন,তাঁর সরকারের মূল লক্ষ্য হচ্ছে ‘রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। প্ৰশাসন ও জনজীবনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে ওই লক্ষ্যে পৌঁছনো যাবে’। তিনি বলেন,নিয়োগের ক্ষেত্ৰে আমরা একটা নতুন নীতি গ্ৰহণ করেছি,নিয়োগে স্বচ্ছতা আনতে। সরকারি কাজে দুর্নীতি হঠাতে ই-টেন্ডারিং চালু করা হয়েছে। যেকোনো নাগরিক অনলাইনে তাদের অভিযোগ থানায় জানাতে পারবেন। এই ব্যবস্থা জনজীবনে পূর্ণ স্বচ্ছতা এনে দেবে-বলেন বিপ্লব।