BreakingNews

হিংসাদীর্ণ পাকিস্তানে আজ জাতীয় সংসদ ও প্ৰাদেশিক আইনসভার নির্বাচন

Sentinel Digital Desk

সন্ত্ৰাস ও হিংসাদীর্ণ পাকিস্তানে গণতন্ত্ৰ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তৃতীয় অসামরিক সরকার গঠনে জাতীয় সংসদ ও প্ৰাদেশিক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদের ২৭০ আসন ও চারটি প্ৰাদেশিক বিধানসভার ৫৭০টি আসনে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজারের বেশি প্ৰার্থী। ভোটে ত্ৰিমুখী লড়াই হলেও ক্ৰিকেটার থেকে রাজনীতির অঙ্গনে আসা ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ(পিটিআই)ও জেলবন্দি প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ(পিএমএলএন)এর মধ্যেই মূল লড়াই হচ্ছে। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির(পিপিপি)হয়ে ভোটে লড়ছেন। প্ৰায় ১৯ মিলিয়ন ভোটার পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবেন।