BreakingNews

হোজাইয়ে উন্নয়নের কাজ ক্ষিপ্ৰতার সঙ্গে করার আহ্বান সোনোয়ালের

Sentinel Digital Desk

হোজাইঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার বাড়িগুলির নির্মাণ কাজ দ্ৰুত শেষ করতে হোজাই জেলা প্ৰশাসনকে নির্দেশ দিয়েছেন। সোমবার হোজাইয়ে কেন্দ্ৰ ও রাজ্য সরকারের প্ৰকল্পগুলি রূপায়ণের কাজও খতিয়ে দেখেন তিনি। সরকারি অফিসার,কর্মীদের টিম হিসেবে উন্নয়নের কাজ করতে বলেন।