BreakingNews

২০১৯-এর নির্বাচনে রাজ্যে ভোট কেন্দ্ৰের সংখ্যা বাড়ছে,বাধ্যতামূলক হচ্ছে ভিভিপিএটি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতীয় নির্বাচন কমিশন(ইসিআই)অসমে ২০১৯-এর লোকসভা নির্বাচন সুচারুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এই উদ্দেশ্যে রাজ্যে ভোট কেন্দ্ৰের সংখ্যা বাড়ানো হতে পারে। ইসিআই এব্যাপারে রাজ্য নির্বাচন বিভাগকে প্ৰয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। সারা দেশে প্ৰতিটি ইভিএম-এ ইলেকট্ৰনিক ভোটিং মেশিনে এই প্ৰথম ভিভিপিএটি(ভোটারস ভেরিফায়েবল পেপার অডিট ট্ৰেল) বাধ্যতামূলক করা হচ্ছে। নির্বাচনী প্ৰক্ৰিয়ায় স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা। এর মাধ্যমে প্ৰত্যেক ভোটার নিশ্চিত হতে পারবেন তার ভোট ঠিক কোথায় পড়েছে।